শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মোংলায় নানা কর্মসুচি পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় বাগেরহাট এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। ”দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সহ-সভাপতি নরেশ হালদার, মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, রোহিনী বরন রায়, রীতা সরকার, বিবেকানন্দ মল্লিক, সুনীতি রায়, গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। মানববন্ধন ও আলোচনা সভার আগে সকাল ৮টায় প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল যথাক্রমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন। এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল শ্লোগন ছিলো ”উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সততা সংঘের সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।##