মোংলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের সভা অনুষ্ঠিত

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী ও সেবাগ্রহনকারী মুখোমুখি বসে পারস্পারিক আলোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নে সুপারিশমালা ও করনীয় নির্ধারণে টাউনহল মিটিং ১১ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় এবং কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়কারী খালিদ হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত টাউনহল মিটিংয়ে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম.এম ফয়সাল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে ছিলেন মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার-উল কুদ্দুস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান । অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী, মোংলা সুজন শাখার সম্পাদক মো. নুর আলম শেখ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুশ কান্তি মজুমদার, খিষ্টান ধর্মীয় যাজক বিভুদান সরদার, মসজিদের ইমাম আয়ুব আলী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি থেকে প্রকল্পের সেবাগ্রহিতা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংগঠন কর্মি, ধর্মীয় নেতা, নারী নেত্রী , যুব প্রতিনিধি , দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী ও প্রকল্পের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। টাউন হল মিটিংয়ে মোট ৩৭ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *