শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৫০ হাজার টাকাসহ ২১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার (৩১ অক্টোবর) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক শেখ আঃ হাই ও তার স্ত্রী জানান, সোমবার রাত আড়াইটার সময় ৫/৬ জন মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল ভেঙে আমার বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আমাকে ও আমার ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম জানান,গভীর রাতে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি দল আঃ হাই এর বাড়িতে ঢোকে। এ সময় ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। মোংলা থানার পুলিশ সদস্য এখনো তদন্ত চালাচ্ছে।
এ বিষয়ে জানতে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, রাতের বেলা চুরি করতে গিয়ে ৩/৪ জন বাড়ির লোকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাদী যাবেন অভিযোগ দিবেন আমরা মামলা নিয়ে আসামী ধরার চেষ্টা করবো।
শেয়ার করুন