মোংলায় প্রকল্প উদ্বোধন ও পরিচিতি সভা ও অনুষ্ঠিত

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট- ফ্রেন্ডলি টাউনস থ্র লোকালি অ্যাডাপটেশন ইন বাংলাদেশ এর প্রকল্প পরিচিতি সভা ও উদ্বোধন হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ব্রাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল এর পরিচালক ড. মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বেসরকারী উন্নয়ন সংস্থা “ব্র্যাক” এর আয়োজনে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃ রহমান, মোংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল বিশ্বাস।

অন্যান্যের মধ্যে ইমামুল আজম শাহী। আবু সাদাত মনিরুজ্জামান। এসএম ইদ্রিস আলম, বাগেরহাট ব্র্যাকের জেলা সমন্বয়কারী অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। সভায় বক্তারা এই প্রকল্প সফল বাস্তবায়নের মাধ্যমে জলবায়ূ, অভিবাসী, নারী, শিশু, যুব সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক, জনসাধারনের জীবন-জীবিকা, বাসস্থান, পরিবেশ, ও সর্বোপরি শহরের নগর ব্যবস্থপনার উন্নয়ন সাধনের লক্ষ্যে ব্র্যাক অত্যন্ত সফলতার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *