
শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
“তামাক নয়, খাদ্য ফলান” এ প্রতিপাদ্য নিয়ে মোংলায় পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজ়েলা একাডেমিক সুপারভাইজার শ্যামাপদ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহিন, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাইদ খাঁন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন


