মোংলায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামী আটক

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে শুক্রবার (২৩ জুন) মাদক ও সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে মোট ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো খুলনা খালিশপুর থানার মুশগুন্নি উত্তর পাড়া, পেটকা বাজার গ্রামের মৃত আসমত আলী তালুকদারের ছেলে রাজ্জাক তালুকদার(৩০), একই থানার হাউজিং বাজার এলাকার মৃত নাজিম শেখের ছেলে মোঃ আরিফ(২২) ও পৌর শহরের শ্রম কল্যান রোডের মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে মোঃ আনোয়ার শিকদার (৩৪)।

অপর এক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী পৌর শহরের রাতারাতি কলোনীর রহমানের ছেল
বুলু ওরফে ভোলাকে আটক করে মোংলা থানা পুলিশ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *