শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে সনদপত্র ও ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত (বাংলাদেশ ব্যাপী) বিতরণ এ কার্যক্রমের সর্বপ্রথম মোংলা উপজেলায় বিতরনের মধ্য দিয়ে দিয়ে শুরু হয়।
শনিবার (১৬ জুলাই) সকালে মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও পরিচয়পত্র (ডিজিটাল কার্ড) বিতরণ অনুষ্ঠানে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
এসময় মোংলা উপজেলার সম্মানিত সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন