মোংলায় মোমবাতির আলোয় পৃথিবীর আলো দেখলো সাত নবজাতক !

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিডরের মতো সিত্রাংয়েও জন্ম নিলো সাত সাতটি নবজাতক শিশু। তবে
বিদ্যুৎ না থাকায় মোমের আলোয় পৃথিবীর আলো দেখেন তারা। ঘটনাটি মোংলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৪ অক্টোবর) ঝড়ের রাতের।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকায় অন্ধকারের মধ্যে সাতজন প্রসূতি মাকে নিয়ে স্বজনরা হাসপাতালে হাজির হন। এসময় বিদ্যুৎ না থাকায় অন্য নার্সদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসাব করানো
হয়। জন্ম নেয় সাতজন নবজাতক শিশু। তারা সুস্থ আছেন।

ডাঃ শাহীন আরও বলেন, প্রসূতি মায়েরা হলেন, সিগনাল টাওয়ার এলাকার জাকির হাওলাদারের স্ত্রী মনিরা (৩৩), মাকোরঢোন এলাকার বাসিন্দা সোহাগ সরদারের
স্ত্রী মুক্তা (১৯), আরাজী মাকোরঢোন এলাকার মেহেদী হাসানের স্ত্রী বনানী (১৯), বাঁশতলা এলাকার মাছুমের স্ত্রী নাঈমা (২০), নারকেলতলা এলাকার মজিবর
হাওলাদারের স্ত্রী রাজিয়া (৩০), মালগাজী এলাকার মানিক শেখে স্ত্রী মিলা
(২৬) ও ভাসানী সড়কের আবুল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৪২)। তারা সবাই
সুস্থ আছেন বলেন জানান ডাঃ শাহীন।

এঘটনায় হাসপাতালের ডাঃ শাহীনসহ পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *