শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মোংলা ও উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (২৭ মে) বিকাল ৫টায় উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তারই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেন।
শেয়ার করুন