মোংলায় সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে চুরি

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ’র বাড়িতে ১৬ মে বৃহস্পতিবার  দুপুরে চুরি হয়েছে। এসময়ে সাংবাদিক মো: নূর আলম শেখ মোংলা উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় ছিলেন। তার স্ত্রী প্রভাষক সাহারা বেগম কর্মস্থল মোংলা সরকারি কলেজে অবস্থান করছিলেন এবং তাদের একমাত্র কন্যা প্রজ্ঞা নূর তখন স্কুলে অবস্থান করছিলো। বাড়িতে আর কেউ অবস্থান না করাতে চোর চক্র দেয়াল টপকে কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি করে। চোরেরা এ সময়ে তিনটি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকা ও ছোটদের কানের দুল ( সোনার )  চুরি করে বলে সাংবাদিক মোঃ নূর আলম শেখ এর সাথে কথা বলে জানা যায়। সাংবাদিক মো: নূর আলম শেখ আরো বলেন স্কুল থেকে তাদের মেয়ে প্রজ্ঞা  নূর চলে আসাতে চোরেরা টের পেয়ে সটকে পড়ে। তা না হলে আরো বড় ধরনের চুরি হওয়ার সম্ভাবনা ছিলো। বৃহস্পতিবার দুপুরে চুরি হওয়ার পরপরই মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলামের নির্দেশে পুলিশের এস আই আ: হাদী’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন চোর শনাক্তের জোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুততম সময়ে চোর চক্রের হোতাদের জনসমক্ষে আনা সম্ভব হবে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *