শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
শিক্ষা এবং কলঙ্ক দূরীকরণের মাধ্যমে এইচআইভির বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ লোকদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার লক্ষ্যে (২১ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ টায় সাংবাদিকের সঙ্গে বৈঠকের আয়োজন করেন সি এস এস মোংলা প্রকল্প।
অবহিতকরন সভায় মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলালের সভাপতিত্বে
উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সি এস এস প্রকল্পের মোংলা সমন্বয়কারী নান্টু গোপাল দে ও ফিল্ড সুপারভাইজার মোঃ জাহিদুল ইসলাম।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সহ দৈনিক পূর্বাঞ্চল’র নূর আলম শেখ, ভোরের কাগজে’র হাসান গাজী, সময় টিভি’র মাহামুদ হাসান, একুশে টিভি’র আবুল হাসান, এন টিভি’র আবু হোসাইন সুমন, ভোরের ডাক/ঢাকা রিপোর্ট ২৪.কম’র হাছিব সরদার, দৈনিক অনির্বানের ওমর ফারুক প্রমুখ। ##
শেয়ার করুন