শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ঝরে পড়া শিশুদের শিক্ষার মানোন্নয়নে উপজেলার চাঁদপাই ইউনিয়নে দুটি স্কুল নির্মানের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস এম আনোয়ারুল কুদ্দুস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক নুর আলম শেখ, কোডেক প্রকল্প বাগেরহাট জেলা সমন্বয়কারী মাহমুদ আলম ও স্থানিয় সাংবাদিক বৃন্দ প্রমুুখ।
কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের আওতায় চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করা হবে। ঝরে পড়া ও পিছিয়ে পড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলস্রোধারার সাথে সম্পৃক্তকরণ করা হবে।
শেয়ার করুন