মোংলার আবাসন প্রকল্পে কন্যাশিশুদের সুরক্ষায় আলোচনা সভা

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলার চাঁদপাই ইউনিয়নের মাকরডোন গ্রামের আবাসন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে মাদক, ইভটিজিং, কন্যাশিশুদের সুরক্ষা ও ধর্ষন প্রতিরোধে পুরাতন টিনসেট ব্রাকের সামনে ০৭ অক্টোবর ২০২২ তারিখ বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম ও মোংলা সুজন শাখার সম্পাদক মো. নুর আলম শেখ। চাঁদপাই ইউপি সদস্য মো.হারুন মল্লিক এর আয়োজনে এসময় স্থানীয় জনগোষ্ঠী সতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন৷ এসময় জাতীয় কন্যাশিশু এ্যডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট’ র ব্রেভ প্রকল্পের প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সংগঠন কর্মিবৃন্দ অংশগ্রহন করেন। সভায় আলোচকবৃন্দরা বলেন কন্যাশিদের নিরাপদে বেড়ে ওঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিকভাবে তাদের সুরক্ষার জন্য সচেতন থাকার কথা বলেন বক্তারা। আলোচনা সভার প্রধান অতিথি মোংলা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম দীর্ঘ সময় ধরে এলাকা বাসীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি আবাসন প্রকল্পের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের মধ্যে মাদক, ধর্ষন ও অন্যান্য অপরাধ মূলক কার্যকলাপ থেকে সকলকে সাবধান করেন। এসকল অপরাধের শাস্তি সমূহ সকলকে অবহিত করে সচেতন করেন। এছাড়া যুব সমাজ বর্তমানে বিভিন্ন মোবাইল গেমে আসক্ত হয়ে অপরাধ মূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকেও সকলকে সচেতন করেন। সভাপতি তার সমাপনি বক্তব্যে আবাসন প্রকল্পের জন্য একটি পুলিশ ফাড়ি স্থাপনের জন্য দাবী করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *