মোংলা পৌরসভার উদ্যোগে মতবিনিময়সভা

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভা এলাকার মশক নিধন, ডেঙ্গু রোগ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ও স্যানিটেশন নিশ্চিত করন, আইন-শৃঙ্খলা এবং ৯নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার সিগনাল টাওয়ার হোমিওপ্যাথি কলেজ মাঠ চত্বরে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনু গাজী’র সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন আমু, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর শিউলি আকন, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় ৯নং ওয়ার্ডবাসী উন্মুক্ত আলোচনার মাধ্যমে তাদের সমস্যা এবং চাওয়া পাওয়া তুলে ধরেন। পৌর মেয়র তাদের সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের বিষয় সকলকে অবগত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *