শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপীঠ সুন্দরবন সংলগ্ন বন্দর নগরীর প্রথম প্রতিষ্ঠিত উচ্চ শিক্ষার বাতিঘর মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় মোংলা সরকারি কলেজের মূল ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে দীর্ঘদিন পর প্রাণ ফিরে পায় কলেজ ক্যাম্পাস।
মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য’র সভাপতিত্বে বর্ণাঢ্য এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
কলেজ কর্তৃপক্ষ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ সূত্রে জানা যায় ১৯৮১ সালের ১৮ মে মোংলা সরকারি কলেজ “মোংলা কলেজ” নামে প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন বর্তমান মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস । কলেজ সরকারিকরনের পর প্রথম বিসিএস অধ্যক্ষ হলেন প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য। কলেজের প্রতিষ্ঠতা সভাপতি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আব্দুল বাতেন। কলেজের প্রথম ক্লাশ শুরু হয় ১৯৮১ সালের ৯ সেপ্টেম্বর। চালনা বন্দর বিদ্যালয়ে কলেজের প্রথম দিকের ক্লাশ নেওয়া হতো। বর্তমানে দুটি বিষয়ে অনার্সসহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বর্তমানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ( বর্তমান কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ) ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। মোংলা-রামপালের এই দুই অভিভাবক সভাপতির দায়িত্ব পালনকালে কলেজটির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ২০১৩ সালের ১৩ নভেম্বর মোংলার জয়মনিতে এক সুধী সমাবেশে বেগম হাবিবুন নাহার এমপি’র প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজ সরকারিকরণ’র ঘোষণা দেন। পরিশেষে ২০১৬ সালের ৩০ মার্চ মোংলা কলেজ সরকারিকরণ’র জিও জারি হয়।
মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাবেক সভাপতি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর সাবেক পিএস ড. নমিতা হালদার, কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী-কর্মচারীসহ মোংলাবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত বর্ণাঢ্য এ র্যালীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, শিক্ষক পরিষদের সভাপতি/সম্পাদক, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
শেয়ার করুন