মোংলা সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী’র যোগদান

জাতীয়

শেখ রাসেল

বাগেরহাট জেলা প্রতিনিধি

বিসিএস ( সাধারণ শিক্ষা ) ক্যাডার প্রফেসর কে এম রব্বানী (৫৫১২) মোংলা সরকারি কলেজে ২৯ অক্টোবর রবিবার সকালে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকাল ৮টায় মোংলা সরকারি কলেজের প্রধান গেটে নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রদর্শক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। রবিবার সকাল ১০টায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী যোগদানপত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ মোংলার সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *