মোগলাবাজার ও ফেঞ্চুগঞ্জে আমীরে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

জাতীয়

 

বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে
পরীক্ষাস্বরুপ এতে আপনজন চেনা যায়
—-ডা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের ভয়াবহ বন্যা ছিল মুমিনদের জন্য পরীক্ষাস্বরুপ। এই বন্যায় জান মালের ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠা কষ্টসাধ্য। তবুও আল্লাহর উপর ভরসা রেখে ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকার ও সামর্থবানদের সম্মিলিত প্রয়াস। মজলুম সংগঠন হয়েও জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সারাদেশ থেকে জামায়াতের জনশক্তি সিলেট সুনামগঞ্জ সহ দেশের বন্যা কবলিত সকল এলাকায় ছুটে গিয়েছেন। তারা ভাই হিসেবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন। বিপদে মুসিবতে আপনজন চেনা যায়। সামর্থ অনুযায়ী অনেক ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান বন্যার্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। যারা এগিয়ে এসেছেন সকলের প্রতি মোবারকবাদ। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করবেন। ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার সিলেটের মোগলাবাজার রেঙ্গা মাদরাসা সংলগ্ন এলাকায় ও ফেঞ্চুগঞ্জের ছত্তিশগ্রামে বন্যার্তদের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের সকল বন্যাদূর্গত এলাকাসমূহ সফর করেছি। মানুষের দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করেছি। স্বজন হারানো ও ক্ষয়ক্ষতির কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। চোখের পানি ছাড়া উপহার দেয়ার মতো পরিস্থিতি ছিলনা। মজলুম সংগঠনের পক্ষ থেকে সামান্য উপহার ক্ষয়ক্ষতির তুলনায় ছিল নগন্য। বন্যাদূর্গত এলাকার ভাই বোনেরা এই বিশাল ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা ভাবতেও গা শিওরে উঠে। তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই। মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, এর পরিত্রাণও আল্লাহ পাক তার কুদরতির মাধ্যমে দিবেন। ইনশাআল্লাহ। তবুও সরকার ও সামর্থবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে বন্যাদূর্গত মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
পৃথক স্থানে ফুডপ্যাক উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আমীর ইমরান আহমদ চৌধুরী, নায়েবে আমীর আবুল কালাম আজাদ, মোগলাবাজার থানা আমীর সাব্বির আহমদ ও সেক্রেটারী নজমুল ইসলাম, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম সভাপতি সাহার আহমদ, মোগলাবাজার থানা জামায়াত নেতা ফজলুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন জামায়াত সভাপতি কামরুল ইসলাম অপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াত নেতা জিয়াউল ইসলাম তুলা, হাফিজ আশরাফ উদ্দিন, হাবিবুর রহমান লিপন, ওয়াহিদুর রহমান খলকু, দেলোয়ার হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল ইসলাম মারুফ ও মোগলাবাবাজার থানা ছাত্রশিবির সভাপতি শেকুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *