ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
‘হেল্পিং গ্রুপ অব ইউরোপ’র সাংগঠনিক সম্পাদক মো. জসিম আল জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্রুপের প্রধান উপদেষ্টা মো. সাইফুজ্জামান, সভাপতি লাল মিয়া, সহ সভাপতি দেওয়ান কামরুল রেজা চৌধুরী, শামীম নূর, সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন পাপলু, সহ সাধারণ সম্পাদক মো. লায়েক আহমদ সহ সকল সদস্যবৃন্দ।
মঙ্গলবার ৯ আগস্ট এক শুভেচ্ছা বার্তায় ‘হেল্পিং গ্রুপ অব ইউরোপ’র নেতৃবৃন্দ মো. জসিম আল জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। নব জীবনে পা রাখার দুজনের জন্য শুভ কামনা সুখী হও তোমরা দুজন, এই দোয়া করি খোদার দরবারে।’
উল্লেখ্যঃ গেল ৩ আগস্ট বুধবার আনুষ্ঠানিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সকলের পরিচিত মুখ ‘হেল্পিং গ্রুপ অব ইউরোপ’র সাংগঠনিক সম্পাদক মো. জসিম আল জসিম।
শেয়ার করুন