মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া থানার পৃথক পৃথক অভিযানে উপজেলার টিলাগাঁও থেকে ইয়াবাসহ দুজন ও কুলাউড়া পৌরসভার চৌমুহনী থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
শনিবার (৮ অক্টোবর ) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিক নির্দেশনায় পৃথক দুটি অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করছে কুলাউড়া থানা পুলিশের দুটি চৌকস দল।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও থেকে ৫০ পিস ইয়াবাসহ ১. আইয়ুব আলী (৩৮) ও. জাবেদ আহমেদ (৩২) এবং অন্য একটি অভিযানে কুলাউড়া পৌরসভার চৌমুহনার সমনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ ৩. রুবেল মিয়া(২৬) কে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান গ্রেফতারকৃত তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন