মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের জুড়ি থানা পুলিশের পৃথক দুটি অভিযানে দুবছরের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত আসামীসহ দুজনকে গ্রেফতার করেছে জুড়ি থানা পুলিশ।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজা পলাতক আসামী টুকন মিয়া ও ওয়ারেন্টভুক্ত আসামি -সমরা সাওতালকে গ্রেফতার করা হয়েছে।
জুড়ী থানার এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সিআর ৬৭/০৬ (বন) মামলায় ২ বছরে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি টুকন মিয়াকে গ্রেফতার করে।
পরে অন্য এক অভিযানে এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জিআর ২৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি -সমরা সাওতালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ার করুন