
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম আহমদের নাম আলোচনায় এসেছে। তিনি বর্তমানে এনসিপির মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতিতে আসার আগে থেকেই তামিম আহমদ যুক্ত ছিলেন গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা সামাজিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সঙ্গে। সংগঠনটির সিলেট মহানগর শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তরুণদের মধ্যে সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনা ছড়িয়ে দিতে কাজ করেছেন।
আগামী নির্বাচন নিয়ে মতামত জানাতে গিয়ে তামিম আহমদ বলেন, “দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। ৫ আগস্টের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমরা বদ্ধপরিকর। বড়লেখা–জুড়ির মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে চাই। বিশেষ করে আবাসন, শিক্ষা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমার।”
তামিম আহমদের মতে, সহানুভূতি, সততা ও কার্যকর নেতৃত্বই তার রাজনৈতিক আদর্শের ভিত্তি। তিনি বিশ্বাস করেন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই রাজনীতির মূল শক্তি, এবং জনগণের আস্থা অর্জন করেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রক্রিয়ায় মৌলভীবাজার-১ আসনে বর্তমানে তামিম আহমদই সবচেয়ে এগিয়ে আছেন। দলীয় বিভিন্ন স্তরে তার সাংগঠনিক দক্ষতা ও তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতা তাকে অন্য প্রার্থীদের তুলনায় অগ্রাধিকার দিয়েছে।
শেয়ার করুন


