একটি আর্টারিতে শতভাগ ব্লক পাওয়ার পর ক্রিকেটার তামিম ইকবালের হৃদপিণ্ডে একটি রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এখন তাকে সাভারের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।
এর আগে সকালে সাভারের বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়লে তামিম ইকবালকে হাসপাতালে ভর্তি করা হয়।
তামিম ইকবালের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে আপডেট দিচ্ছেন এবং তার জন্য দোয়া চাইছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭ সালে তামিম ইকবালের অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন।
বিভিন্ন সময় তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তামিমের সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।