যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় নৈশপ্রহরী নিহত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরের অভয়নগরের ভাঙ্গা গেটে অবস্থিত অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল অ্যান্ড কলেজে নৈশপ্রহরী হিসেবে কর্মরত
মাসুম সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।নিহত মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ট্রাক টার্মিনাল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে
খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনটি টার্মিনাল সংলগ্ন ভাঙ্গাগেটের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মাসুম সরদারের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী মাসুম গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয় জনগণ ত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক জানান, খবর পেয়ে অভয়নগর থানা পুলিশকে জানানো হলে দায়িত্বরত পুলিশ হাসপাতালে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিবর্তন (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখিত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *