যশোরে অর্ধ দিবস হরতাল পালিত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোডসেডিং,সার, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে সারাদেশের ন্যায় যশোরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

আজ (২৫ আগস্ট)বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতাল পালনের জন্য বাম সংগঠনসমূহের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়।

দুপুর ১২টায় মিছিলে নেতৃত্ব দেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান মজনু, তসলিম হোসেন,জিল্লুর রহমান ভিটু ।
হরতালের নেতৃত্ব দেন জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর ফিরোজ এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সংগঠক খবির শিকদার। হরতাল শেষে দুপুরে শহরের লালদীঘি পাড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- নয়া গণতান্ত্রিক গণমোর্চার নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা নেতা আবদুল আলিম, মিলন রহমান, হাসান মাহমুদ, জামসেদ আলী মোড়ল, আছসার হোসেন, পরিতোষ ঠাকুর, ইলিয়াস হোসেন কাঞ্চন, মোহাম্মদ আলফু শিকদার, সুমির দাস, শামিম হোসেন প্রমুখ।

এদিকে, হরতালে পরিবহন,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোন প্রভাব না পড়লেও হরতালের কারণে যশোরে দুপুর ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম বন্ধ ছিল। এরপর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *