স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালি মডেল থানার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ডগুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী অনিক(২৪) ও সাগর(২৭) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদ্বয় উক্ত ঘোপ নওয়াপাড়ার জিয়া ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাসেম মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল আনুমানিক রাত পোনে নয়টায় যশোর গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালি মডেল থানাধীন চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া বাজার টু সাড়াপুলগামী ভাতুড়িয়া রোডস্থ মোঃ ওলিয়ার রহমান এর মেসার্স ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী অনিক ও সাগরকে একটা বিদেশি পিস্তল ও ০৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে এএসআই নির্মল কুমার ঘোষ বলেন-
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশের কয়েক বিশেষ টীম।তারই ধারাবাহিকতায় গতকালকের এ অভিযান পরিচালনা করা হয় এবং দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি তারা নিজের দখলে রেখেছে।
তিনি আরও বলেন-এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন