স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন ট্যাটো ওরফে সুমন ইমন (২৭) কে দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
শনিবার (২২ অক্টোবর) ভোরে যশোর সদর থানার টিবি ক্লিনিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন সদর থানার টিবি ক্লিনিক মোড় এলাকার বাবু কানা বাবু আফজালের ছেলে।
কোতয়ালি থানা পুলিশ জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সালাউদ্দিন খান, এসআই জয়ন্ত সরকার, এসআই আনসারুল হক, এসআই আলিমুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম কোতোয়ালি মডেল থানার টিবি ক্লিনিকের পিছনে জনৈক প্রশান্তের পরিত্যক্ত জায়গার উত্তর পাশের সীমানার প্রাচীরের পাশ হতে তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যাটো সুমনকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজির ২টি, মাদক ২ টি সহ মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানান।
শেয়ার করুন