যশোরে আগামী ২৫ আগস্টের হরতাল সফল করতে ব্যাপক প্রচারণা

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ (২১ আগস্ট) রবিবার যশোর শহরে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারাদেশে বামগণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সফল করার জন্য।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ইউরিয়া সার,কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে সারাদেশে এই হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বামজোটের নেতা অ্যাড. আবুল হোসেন, অ্যাড. আমিনুল ইসলাম হিরু, জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, বিথিকা সরকার প্রমুখ।
জিল্লুর রহমান ভিটু বলেন- আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছি। আশা করছি বর্তমান ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরবাসী এই হরতাল সমর্থন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *