যশোরে আগ্নেয়াস্ত্রসহ তালিকাভুক্ত ৩ সন্ত্রাসী গ্রেফতার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাত থেকে বিকাল পোনে একটা পর্যন্ত যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ১ টি দুনালা বন্দুক ও ৬ টি বার বোর কার্তুজসহ অস্ত্র, হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি শাহাবাজ মন্ডল (৬০), জসিম উদ্দিন (৩৩) ও সাহেব আলী ওরফে বিল্লাল (৪০) দের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা সকলে শার্শা থানাধীন মহিষাকুড় গ্রামের মৃত নূর আলী মন্ডল, আবেদার মন্ডল ও আমির আলী মোড়লের পুত্র।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত জুন মাসে অস্ত্র দেখিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে নির্বাচিত মেম্বর বাবুলকে হত্যা করে। এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়। উল্লেখিত মামলার আলোকে তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম, এসআই সোলাইমান আক্কাস, এসআই শাহিনুর রহমানগণের সমন্বয়ে গঠিত টিম মামলার ঘটনায় জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ২২ সেপ্টেম্বর ভোররাত সাড়ে তিনটায় শার্শার মহিষাকুড়া হতে সন্ত্রাসী শাহাবাজ মন্ডল,জসিম উদ্দিন (৩৩) ও সাহেব আলী ওরফে বিল্লালদের গ্রেফতার করেন এবং আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী বিকাল পোনে একটায় শার্শা থানাধীন মহিষাকুড়া দক্ষিনপাড়ায় অবস্থিত আসামী শাহাবাজের ভাই ইউনুচ আলী মন্ডলের বসতবাড়ীর গোয়াল ঘরের ৫০ গজ পশ্চিম পাশে বিচলী গাদার মধ্যে হতে ০১টা দুনালা বন্দুক, ০৬টা বারো বোর কার্তুজ উদ্ধার করেন।

এ সংক্রান্ত বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন – আটককৃত আসামিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল এবং আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, হত্যাসহ একাধিক মাদক মামলা রয়েছে বিধায় গ্রেফতারের জন্য জোরালো তৎপরতা ছিল। আর তাই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে আর্মস এ্যাক অনিযায়ী শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *