যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলার নবকিশলয় স্কুল প্রাঙ্গনে যশোর ফায়ার সার্ভিস এক সচেতনতামূলক র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করে।

উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তমিজুল ইসলাম খান ।
মহড়ায় সার্বিক নেতৃত্ব প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর জেলার সহকারী পরিচালক জনাব মনোরঞ্জন সরকার।
উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *