যশোরে আবারও গোপন লেদ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জামসহ মিস্ত্রি গ্রেফতার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর গোয়েন্দা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে লেদ কারখানার সন্ধান পায় এবং কারখানা থেকে দেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ লেদ মিস্ত্রি শাহাদত হোসেন (৪০) কে গ্রেফতার করে।আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।

আজ মঙ্গলবার রাত বারোটায় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার শাহাদতের বসত ঘরের পাশের রুমে এই কারখানার সন্ধান পায় ।

ঘটনার বিবরণ অনুযায়ী, ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুরের সমন্বয়ে গঠিত গোয়েন্দা পুলিশের বিশেষ টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় শহরের পার্শ্ববর্তী শংকরপুরের চোপদারপাড়ায় একটি বসত ঘরের সাথে লেদ বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক বারোটায় লেদ কারখানায় অভিযান পরিচালনা করে একটি দেশি তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ লেদ মিস্ত্রি শাহাদতকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে এস আই শাহিনুর বলেন, শাহাদতকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য এর আগে গত বছর অক্টোবর মাসের ১৩ তারিখে যশোর শহরের বারান্দীপাড়া কদম তলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে লেদ কারখানায় অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধারসহ কারখানা মালিক আজিজুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *