যশোরে ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি ৬ শত কেজি চিংড়ি জব্দ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরে র‍্যাব-৬ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি পুশ করা ৬ শত কেজি চিংড়ি জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ধ্বংস করেছে।
গতকাল (২৫ ডিসেম্বর) রবিবার মধ্যরাতে শেরপুরগামী যাত্রীবাহী হিমেল-সীমান্ত বাসে অভিযান পরিচালনা করে ঐ মাছ জব্দ করা হয় বলে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

 

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পান চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের লক্ষ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি মাছ নিয়ে শ্যামনগর টু শেরপুরগামী হিমেল -সীমান্ত বাস যশোর মনিহার মোড় হয়ে শেরপুরে যাচ্ছে।
উল্লেখিত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার গভীর রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান ও এএসপি মো. নাজমুল হক এবং যশোর সদর উপজেলা মৎস্য অফিসার মো. জয়নুল আবেদীন এর সমন্বয়ে একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ বাস থামিয়ে ককসিট ভর্তি ৬০০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন।
জব্দ করার পর ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে কিনা তা চেক করে জেলি পুশ করার প্রমাণ পেয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০০৯ এর ৪/৪ এবং ৩/৫ এর ধারা অনুযায়ী জব্দকৃত ৬ শত কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *