যশোরে খালে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরের দাইতলা খালে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে বন্ধুদের মধ্যে অ্যান্টনি বাড়ৈ মৃত্যু বরণ করেন।
মর্মান্তিক এ ঘটনাটি আজ (১৯ অক্টোবর) বুধবার দুপুরে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলায় ঘটে।
নিহত অ্যান্টনি খুলনার খালিশপুর জয়ন্তীপাড়া জংশন রোডের যতীন্দ্র বাড়ৈর ছেলে। তিনি যশোরের একটি এনজিওতে চাকরি করতেন।

ঘটনার বিবরণ অনুযায়ী- যশোর সদর উপজেলার দাইতলা খালে চার বন্ধু খেওয়ালা জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন।অসাবধানতা বশতঃ পা পিছলে অ্যান্টনি খালে পড়ে গেলে তাকে বাঁচাতে আরেক বন্ধু আহসান হাত বাড়িয়ে দেন। কিন্তু তাদের দুইজনের কেউই সাঁতার জানতেন না। দুইবন্ধু যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলেন ঠিক তখনই আরেক বন্ধু তাদের দুইজনকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। একজনকে বাঁচাতে পারলেও আরেকজনকে আর খুঁজে পাননি।পরে ৯৯৯ কল করলে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে অ্যান্টনিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরিশেষে খুলনা থেকে স্পেশাল ডুবুরি দল এসে হারিয়ে যাওয়া অ্যান্টনির লাশ উদ্ধার করে।

অ্যান্টনির সাথে থাকা বন্ধু ফেরদৌস হাসান জানান, বুধবার দুপুরে অ্যান্টনি, মেহেদী হাসান, আহসান ও তিনি দাইতলা খালে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর অ্যান্টনি ও আহসান খালে পড়ে যান। আহসানকে খাল থেকে উঠাতে পারলেও অ্যান্টনিকে আর খুঁজে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যান্টনি বাঁচার জন্য হাত তুলে আকুতি জানান। তারা তাৎক্ষণিক কয়েকজন তাকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, দুপুর ২টা ২০ মিনিটে তারা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হই।এরপর বিকেল চারটার দিকে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।

সন্ধ্যার পর চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অ্যান্টনি বাড়ৈর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *