স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
গতকাল আওয়ামীলীগের মনোনয়ন সভা শেষে ৬১ জেলার প্রার্থী তালিকা প্রকাশিত হয় তাতে দেখা যায়
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও দলের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকা ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।গত ৮ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে শনিবার(১০ সেপ্টেম্বর) দলের মনোনয়ন সভায় ৬১ জেলার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন জেলা ও উপজেলার অন্তত ১৬ নেতা। মনোনয়ন বোর্ডের সভায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুলকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন জানিয়েছেন-দলের সভানেত্রী এ পদে সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দিয়েছেন।
প্রসঙ্গত, দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন- বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাড. আলী রায়হান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. আবু সেলিম রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, আওয়ামী লীগের সভাপতি অ্যাড আসাদুজ্জামান আসাদ, সাবেক সংরক্ষিত আসনের এমপি আলেয়া আফরোজ, সাবেক এমপি আলী রেজা রাজুর স্ত্রী ফিরোজা রেজা, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিব, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইজুজ্জামান এবং যশোর সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাড মোস্তাফিজুর রহমান মুকুলসহ আরো কয়েকজন।
শেয়ার করুন