যশোরে চোরাই ১৪ টি সাইকেল ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেফতার ৪

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের বাঘারপাড়া, ঝিকরগাছা ও চৌগাছায় পৃথক চুরির ঘটনায় চোরাই ভ্যান, ১৪টি বাইসাইকেল মোবাইল ফোন, মটরসাইকেলসহ মোঃ তরিকুল ইসলাম (২৫),মোঃ পারভেজ (২২),মোঃ হাসানুর রহমান (৩০) ও মোঃ আলমগীর হোসেন তুহিন (৩৬)কে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম।

গ্রেফতারকৃত তরিকুল মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়ার আঃ হক কাজীর ছেলে, পারভেজ যশোর জেলার ঝিকরগাছা থানার আটলিয়া গ্রামের আবুল বাশারের ছেলে, হাসানুর চৌগাছার পশ্চিম কারিগর পাড়ার হাবিবুর রহমানের ও আলমগীর চৌগাছার বেড় গোবিন্দপুরের মৃত এরশাদের ছেলে।
গতকাল শনিবার সকাল থেকে শুরু করে ও আজ রবিবার (১৯ মার্চ) ভোর পর্যন্ত বাঘারপাড়া, ঝিকরগাছা ও চৌগাছায় অভিযান পরিচালনা করে চোরাইমাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা পুলিশের ইনচার্জ রূপন কুমার সরকার বলেন,
গত ১ লা মার্চ যশোরের বাঘারপাড়া থানাধীন পাঠানপাইকপাড়ার জনৈক আবু বাক্কার মোল্লার বাড়িতে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে অবহিত করলে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গতকাল সকাল এগারোটায় ঝিকরগাছা থানাধীন রাজার ডুমুরিয়ায় অভিযান পরিচালনা করে বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামের আবু বাক্কার মোল্লার বাড়ীতে চুরি হওয়া মোবাইল ফোনসহ ০২ জন চোর ( তরিকুল ও পারভেজ)কে গ্রেফতার করে ঐ দিন ভোর অনুমান পাঁচটায় ঝিকরগাছা থানাধীন কাগমারী দাসপাড়া জনৈক বিজয় দাসে বাড়ী থেকে চুরি করা ০১টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি, ১টি হ্যান্ড মাইকসহ হাতে নাতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া ও ঝিকরগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মোতাবেক আজ (১৯ মার্চ) ভোরে চৌগাছা থানাধীন পশ্চিম কারিগরপাড়া এলাকায় অভিযান করে আরো ০২ চোর ( হাসানের ও আলমগীর)কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে চোরাই ১৪টি বাইসাইকেল, চুরি কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, তালা ভাঙ্গার সরঞ্জাম জব্দ করা হয় এব চোরাই উদ্ধার বাইসাইকেল সংক্রান্তে চৌগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভয়নগর থানার ইজিবাইক ছিনতাইসহ রাশেদ হত্যা মামলায় গ্রেফতারকৃত একাধিক চুরি মামলার হাজতি আসামী বিল্লাল, রাজু, তরিকুল, পারভেজ আবু বাক্কার মোল্লার বাড়ীতে চুরি সংঘটন করে তরিকুল তার হেফাজতে মোবাইল ফোন রাখে এবং গতকাল (১৮ মার্চ) ভোরে ঝিকরগাছা থানাধীন কাগমারী দাসপাড়া থেকে একজন সবজি বিক্রেতার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ও হ্যান্ড মাইকটি চুরি করে তারা । এছাড়াও যশোরের বিভিন্ন বাড়ীতে চুরি সংঘটন করেছে মর্মে তথ্য প্রদান করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *