স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কাল আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ সকল সাংবাদিকের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ কর্মসূচি পালন করে।
জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে
বক্তব্য রাখেন কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড কামাল হাসান পলাশ, কমরেড চৈতন্য পাল, প্রেসক্লাবের দফতর সম্পাদক তৌহিদ জামান, যুবনেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা রায়হান বিশ্বাস প্রমুখ।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কাল আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ সকল সাংবাদিকের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
শেয়ার করুন