যশোরে তালিকাভুক্ত ২ সন্ত্রাসী মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত একাধিক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা(২২) ও জসিম উদ্দীন (২২) কে ১ টি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাজা সদর থানার রেলগেট কলাবাগানের মজিবর রহমানের ছেলে ও জসিম একই এলাকার নাজিম উদ্দীনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল জনাব বেলাল হোসাইন বলেন – এসআই সালাউদ্দিন খান, এসআই শরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম আজ সোমবার (২৪ অক্টোবর) বিকাল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানাধীন ষষ্টিতলাস্থ রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি রাজা ও জসিমকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী পিচ্চি রাজার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরকসহ ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *