স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরে প্রতারণার ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে।ধর্ষণকারী যুবক সাগর(২২) ও সহযোগী হাসান(২২) কে গতকাল সোমবার (২২ আগস্ট) গভীররাতে কোতোয়ালি থানার এসআই আনসারুল হক ও সালাউদ্দিন বাঘারপাড়া পৌরসভার পাশ থেকে ও সদর উপজেলার হৈবতপুর গ্রামে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টীম।সাগর ও হাসান সদরের বারিনগর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর বাড়ি একই এলাকায়।
কোতয়ালি থানার এসআই আনসারুল হক বলেন, যশোর সদরের সাতমাইল বারীনগরের ১৪ বছরের এক কিশোরীকে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে। সে বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । এ খবর পেয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানে মাঠে নামি। এরপর প্রথমে সাগরকে বাঘারপাড়া থেকে আটক করি। এদিকে হৈবতপুর এলাকা থেকে এসআই সালাউদ্দিন ধর্ষণের সহযোগী হাসানকে আটক করেন।
এসআই সালাউদ্দিন বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলাটি করেছেন। আটককৃতদের এ মামলায় আদালতে হাজির করা হলে তারা ঘটনার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
শেয়ার করুন