যশোরে নৈশ্য প্রহরী খুনসহ ডাকাতির ঘটনায় গ্রেফতার ১২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছায় ডাকাতিকালে নৈশ্যপ্রহরীকে হত্যার ঘটনায় ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি বিশেষ টীম।
আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শাওন ইসলাম সোহাগ (২২), বিহারীপুর গ্রামের কাঞ্চন তালুকদারের ছেলে শামীম তালুকদার (৩৭), ইব্রাহিম খানের ছেলে শহিদুল খান (৪২), নন্দপাড়া গ্রামের কবির মোল্লার ছেলে মাসুম মোল্লা (২৭), বীরাদ্দন গ্রামের ফজলু হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২০), পটুয়াখালী সদর উপজেলার শেখহাটি গ্রামের লোকমান মৃধার ছেলে মাহাতাব মৃধা (২০), সিরাজ খাঁর ছেলে রিয়াজ খাঁ, বদরপুর গ্রামের শাহাজাহান শিকদারের ছেলে সোহাগ সিকদার (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের ইমদাদুল শেখের ছেলে রাসেদুল ইসলাম রাসেল (২৭), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিবদাড়া গ্রামের মৃত সোবাহান খানের ছেলে এনামুল খান (২৮), বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের মোক্তার শিকদারের ছেলে শিপন সিকদার (২৮) ও বানারীপাড়া উপজেলার বড় চাউলকাঠি গ্রামের আশরাফ আলীর ছেলে এমাদুল ইসলাম (৩৪)।

আজ বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন- গত ১৩ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছা বাজারের ৪ জন নৈশপ্রহরীকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ও হাত বেঁধে কৃষ্ণনগর রাজাপট্টি “ঝিকরগাছা অটো ইলেক্ট্রনিক্যাল ওয়ার্কসপ” নামক দোকানের তালা কেটে প্রায় আড়াই লক্ষ টাকার ব্যাটারী লুন্ঠন করে নিয়ে যায়। মুখে স্কচটেপ পেঁচানোর কারণে নৈশ প্রহরীদের মধ্যে আব্দুস সামাদ নামে একজন মারা যান।
ঝিকরগাছার খুনসহ ডাকাতি সংঘটনের আগে ও পরে যশোর উপশহরের যুব উন্নয়নের গেট সংলগ্ন জনৈক টিটো সিকদারের “সিকদার মটরস” ও বকচরে ” মেসার্স কর্নফুলী ট্রেডার্স” নামক টায়ারের দোকান থেকে প্রায় ৫৪ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতদল।

উল্লেখিত ঘটনায় মামলা দায়ের করা হলে যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকারের নেতৃত্বে ডিবির এসআই মফিজুল ইসলাম, শামীম হোসেন,এসআই শফি আহমেদ রিয়েলের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহারসহ গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলকে সনাক্ত করেন। ডাকাত দলের সদস্যরা লুন্ঠিত মালামালের ভাগ-বাঁটোয়ারা করার জন্যে বরিশাল একত্রিত হলে সেখান থেকে ১২জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৩৩১৪) উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বরিশাল ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে লুন্ঠিত মালামালে মধ্যে ১২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২১ টি টায়ার,লুব্রিকেন এবং ডাকাতি কাজে ব্যবহৃত স্কচটেপ ও ১২ টিমোবাইল ফোন জব্দ করা হয়।
অটকৃতদের যশোরে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বিকেলেই আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *