স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ
(১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোলগামী সৌদিয়া পরিবহনে অভিযান পরিচালনা করে মোঃ হোসেন আলী (৬৭), হযরত আলী সিকদার (৫৬),ও মোঃ মহিনুর রহমান (৫২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা যশোর জেলার শার্শা থানার গোড়পাড়ার মৃত আরশাদ আলী(আনজাদ),মৃত মর্তোজা আলী সিকদার,মৃত শাহাজাহান সরদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর (ক-সার্কেল) উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার বলেন – গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যশোর পুলিশ সার্কেলের একটি দল সকাল সাতটায় কোতোয়ালী থানাধীন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বেনাপোলগামী সৌদিয়া পরিবহনে অভিযান পরিচালনা করে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ শার্শার মাদকচক্রের হোতাসহ আসামী মোঃ হোসেন আলী,হযরত আলী সিকদার, মোঃ মিলন হোসেন ও মোঃ মহিনুর রহমানকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন