স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ ( ১১ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে তিনটায় যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগের নিটোল-টাটা মিলের সামনে প্রাইভেট কারের ধাক্কায় সবজি বিক্রেতা সন্ন্যাসী মন্ডল(৫৮) ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন।
নিহত সন্ন্যাসী মন্ডল অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর গ্রামের নিলীন মন্ডলের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দীকুর রহমান জানান- আজ বেলা সাড়ে তিনটায়
নিহত সবজি বিক্রেতা সবজি বিক্রি করে ভ্যান নিয়ে বাড়ি ফেরছিলেন। এসময় তিনি প্রেমবাগের নিটোল-টাটার সামনে আসলে পিছন থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গঃ ১৪-৩৫৪৬) তাকে সজোরে আঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যান।
তিনি আরও বলেন – ঘটনা স্থলে প্রাইভেট কারের চালকে পাওয়া যায়নি। তবে প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।