স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম যশোর শহরে অভিযান পরিচালনা করে ৩টি বার্মিজ চাকুসহ মোঃ বাবু হোসেন(২৪),মোঃ শুকুর আলী(১৯) ও মোঃ বাবু হাসান(১৯)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবু মনিরামপুর উপজেলার আটড়া বাকা বর্ষি গ্রামের মৃত খোকন হোসেনের ছেলে শুকুর কোতোয়ালি থানাধীন নলডাংগা রোডের শামসুল হকের ও বাবু হাসান শেখহাটি তমাল তলার মতিয়ার রহমানের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল বুধবার (২৩ আগষ্ট) আনুমানিক রাত সাড়ে দশটায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতোয়ালি থানাধীন আরএনএ রোডে অভিযান পরিচালনা করে ৩টি বার্মিজ চাকুসহ আসামি বাবু হোসেন, শুকুর ও বাবু হাসানকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন