স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ(২৩ আগস্ট) মঙ্গলবার বিকালে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে পথ সভাও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সকল প্রকার জ্বালানী তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আজকের এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান মধুর পরিচালনা অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় অন্যান্যের বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, বিএনপি নেতা শাহজালাল, আলাউদ্দিন, রেজাউল ইসলাম কামাল, আলতাফ হোসেন, ডা. আক্তারুজ্জামান, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ,নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান শিমুল, সদস্য সচিব এনামুল হক সোহাগ, ছাত্রদল নেতা আব্দার ফারুক প্রমুখ।
পথসভা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর- খুলনা মহাসড়ক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা শেষে যশোর খুলনা মহাসড়কের হাইকোর্ট মোড় থেকে বের হওয়া মিছিল টি নিউ মার্কেট খাজুরা বাস স্ট্যান্ড হয়ে হাই কোর্ট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন-জনতার আন্দোলন শুরু হয়ে গেছে। রাজপথ প্রকম্পিত করে জনগণ বিজয় ছিনিয়ে আনবে।সে বিজয়ী হবে ফ্যাসিস্ট স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের বিজয়। যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশ ও জনগণের সমস্যা কিংবা সংকট তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। কারণ বর্তমান সরকার নিছক স্বৈরাচার কিংবা এক নায়ক নয়,তারা ফ্যাসিস্ট। এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে সমগ্র জনগণ আজ রাজ পথে নেমে এসেছে। অচিরেই জনতার আন্দোলন চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।