স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিসহ সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবদলের সভাপতি এস কে তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন দলটি কিন্তু বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখে সমাবেশ করেই কর্মসূচি সমাপ্ত করে।
এ সময় উপস্থিত নেতা কর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
তবে দলটির একাধিক সূত্রের দাবি-পুলিশী বাঁধায় যুবদল বিক্ষোভ মিছিল করা যায়নি।
শেয়ার করুন