স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলার ঝিকরগাছায় ২২ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৪৩) কে গ্রেফতার করে ঝিকরগাছা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলী মালিথার ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ঝিকরগাছা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন উপজেলা মোড় সংলগ্ন কবির হোটেলের সামনে যশোর-বেনাপোল হাইওয়ে রোডের উত্তর পাশে জনৈক মতলেবের চায়ের দোকানের সামনে থেকে ২২(বাইশ) বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে গ্ৰেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ আব্দুর রহমান বাদী হয়ে আজ(৩০ জানুয়ারি) ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -১।