যশোরে বিপুল পরিমাণ অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টীম কোতোয়ালি মডেল থানার চাঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ মোঃ ইকবাল হোসেন(৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ইকবাল হোসেন সদর থানার চাঁচড়া ভাতুড়িয়া দড়িপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস গতকাল রবিবার রাত আটটায় কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া পূর্বপাড়ার সৈয়দ আঃ মালেকের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ইকবাল হোসেনকে১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যানুযায়ী রাত নয়টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া মধ্যপাড়া সাকিনস্থ মকছেদের পুকুরের উত্তর পাড়ে কলাগাছের গোড়ার মাটির নিচ হতে আরও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করেন এবং পরবর্তীতে তার নিজ বাড়ীর বসত ঘরের খাটের নিচ হতে ওয়ান শুটারগানের স্টীলের ফ্রেম কাঠযুক্ত (পিস্তল গ্রিপ) ০২টি যার দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি,ওয়ান শুটারগান তৈরির স্টীলের পাত ০২টি, যার দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, ওয়ান শুটারগান তৈরির ব্যারেল ০১টা, যার দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি,ওয়ান শুটারগান তৈরিতে পাইপ ০৪টা, যার দৈর্ঘ্য যথাক্রমে ১.৫ ইঞ্চি, ০২ ইঞ্চি, ৪.৫ ইঞ্চি, ৬.৫ ইঞ্চি, ব্যারেল পাইপ বড় ০১টা, যার দৈর্ঘ্য ২৫ ইঞ্চি, ওয়ান শুটারগান তৈরিতে ব্যবহৃত ট্রেগার সাদৃশ্য ০২ খন্ড লোহা,কাটারী ০২টা, যার ০১টার দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও ১১.৫ ইঞ্চি ও হ্যাক্সো ব্লেড ০১টি উদ্ধার করেন।
তিনি আরও বলেন -প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, মাদকসহ ০৩টা মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *