যশোরে বিভিন্ন ব্রান্ডের মদ,ইন্ডিয়ার রূপিসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কোতয়ালি মডেল থানা এলাকা থেকে ২৫০০ পিস Tapentadol Tablet, ০১ বোতল ভারতীয় মদ (বড়), ০৮ বোতল ভারতীয় মদ(ছোট), ৪০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের মদ(ছোট) ১০ (দশ) টি মোবাইল ফোন, ০২ টি ইন্ডিয়ান পাসপোর্ট এবং নগদ ৯,৬০০ ইন্ডিয়ান রূপি এবং ৩০০ টাকাসহ ভারতীয় নাগরিক জয়দ্বীপ সরকার(৩২) ও অমিয় কীর্ত্তনীয়(৩৩) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জয়দ্বীপ সরকার ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার দত্তপুকুর থানার চন্দ্রপুর গ্রামের মৃত জীবন সরকারের ছেলে ও অমিয় কীর্ত্তনীয়া উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার দেবগড় গ্রামের অমর কীর্ত্তনীয়ার ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক পাঁচটায় ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ) মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম কোতয়ালী থানাধীন আশ্রম রোডস্থ রামকৃষ্ণ মিশন নিকটস্থ ভাই ভাই মেটাল এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫০০ পিস Tapentadol Tablet, ০১ বোতল ভারতীয় মদ (বড়), ০৮ বোতল ভারতীয় মদ(ছোট), ৪০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের মদ(ছোট) ১০ (দশ) টি মোবাইল ফোন, ০২ টি ইন্ডিয়ান পাসপোর্ট এবং নগদ ৯,৬০০ ইন্ডিয়ান রূপি এবং ৩০০ টাকাসহ
ভারতীয় নাগরিক আসামী জয়দ্বীপ সরকার ও অমিয় কীর্ত্তনীয়াকে গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা।


এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টীম কোতোয়ালি মডেল থানার আশ্রম রোডস্থ রামকৃষ্ণ মিশনের পাশে অভিযান চালিয়ে আসামিদের অবৈধ মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে তিনি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *