স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত আগস্ট মাসে হারানো ৪০ মোবাইল ফোন উদ্ধার করেন।
বিভিন্ন থানায় ৪০ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়। এই জিডি-এর প্রেক্ষিতে পুলিশের এ সাফল্য ।এ সময় তারা বিকাশ ও নগদে ভুলবশতঃ অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ১৩ জন ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ১ লক্ষ ৯ হাজার ৯৯০ টাকা উদ্ধারসহ ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছেন।
আজ ( ৩ সেপ্টেম্বর ) শনিবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এগুলো হস্তান্তর করা হয়। এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ সার্কেল’) মুকিত সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা
সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (‘খ সার্কেল’) মুকিত সরকার বলেন, মোবাইল হারানো সংক্রান্ত বিভিন্ন থানায় ভুক্তভোগীরা জিডি করেন। এর প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ৪০টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
এছাড়াও বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবশতঃ অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ১৩ জন ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১ লক্ষ ৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার পূর্বক করে ভুক্তভোগী মালিকদের নিকট হস্তান্তর করা হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করেছে।
তিনি আরও বলেন-সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতরণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে। আর তাই সাইবার স্পেসে যদি কোন নারী প্রতরণা বা হয়রানির শিকার হন তবে আমাদের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।
শেয়ার করুন