যশোরে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর সদর উপজেলার যশোর-মাগুরা সড়কের লেবুতলায় বাস-ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের ৬ জনসহ অনন্ত ৭ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৭ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় এই ভয়াবহ সড়ক  দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হতাহতদের স্বজনরা আহাজারি করছেন। উৎসুক জনতার ভিড় জমেচে। সবমিলিয়ে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-নিহতদের সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা তাদের সহায়তা করছেন। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন(২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে  হোসেন ও হোসাইন(২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী বছরের ফাহিমা খাতুন(৩০) এবং অন্যদুইজন অজ্ঞাত। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *