যশোরে ভারত-বাংলাদেশ যৌথ চিত্রকর্মশালা-প্রদর্শনী শুরু

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চিত্রশিল্পীদের যৌথ চিত্র কর্মশালা ও প্রদর্শনী শুরু হয়েছে।
আজ (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় ২ দিন ব্যাপি চিত্র কর্মশালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য।
শিল্পকলার উন্মুক্ত মঞ্চে ক্যানভাসে তুলির টান দিয়ে মাননীয় প্রতি মন্ত্রী উদ্বোধন করেন।

আয়োজক শিল্পী ও আর্কিটেক্ট আশরাফ হোসেন সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, বক্তব্য রাখেন জেলা শিল্পকলার সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, সহ সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল প্রমূখ।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন,আমাদের দুই বাংলার একই সংস্কৃতি। ‘৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের বন্ধুরা আমাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যেভাবে সাহায্য করেছেন তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি।ভাষার মাসে এ দুই বাংলার ছবি প্রদর্শনী ও কর্মশালা আমাদের সাংস্কৃতিক ঐক্যকে সুদৃঢ় করবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ চিত্র প্রদর্শনীর গ্যালারি ঘুরে ঘুরে চিত্রকর্ম দেখেন।

উল্লেখ্য কর্মশালায় আজ শিল্পীরা যে ছবি আঁকবেন আগামীকাল তা প্রদর্শনের পর বিকালে সমাপনী অনুষ্ঠান হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *