যশোরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে তিন উপজেলা

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে যশোর জেলার শার্শা, বাঘারপাড়া ও কেশবপুর এই তিন উপজেলা।
আজ সোমবার (২০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিতাক্ষরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন,২২ মার্চ ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখতি ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৪র্থ ধাপে জেলার শার্শা, বাঘারপাড়া ও কেশবপুরে ৩৩৩টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীন উপজেলা ঘোষণা করা হবে। কেশবপুরে ৪৫টি ঘর, শার্শায় ৪৬টি ও বাঘারপাড়ায় ৪৯টি জমিসহ ঘর দেওয়া হবে। এরমধ্যে ১৪০টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য ইতিপূর্বে যশোরে এক হাজার ৭৬১টি বাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *